এস এম আমীর হামজা : নবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে টমটম খাদে পড়ে ৩জন গুরুতর হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গন্ধা গ্রামের মুচিবাড়ীরপুল নামক স্থানে একটি টমটম নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই টমটমে থাকা ৩জন যাত্রী বানিয়াচং উপজেলার চন্ডিপুল এলাকার অকিল দাশ, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুক্তার গ্রামের নিকিল চন্দ্র দাশ ও তার ভাবী রিনা রানি দাশ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।