মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পিপলসমেডিকেল সার্ভিসেস এর উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা,চুনারুঘাট উপজেলা বাহুবল উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রায় সাড়ে ৩ শতাধিক বিভিন্ন জটিল ও কটিন রোগে আক্রান্ত এবং অনেক অসহায় রোগীকে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ এসব চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: মোঃ শফিউল ইসলাম (খালেদ), ডা: মোঃ মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ডা: মিনহাজ আরেফিন, ডা: মোঃ রুহুল আমিন, ডা: মোঃ আশরাফুল ইসলাম, ডা: শফিকুল ইসলাম, ডা: আরিফ উদ্দিন আহমেদ ও ডা: শেখ খলিলুর রহমান। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটি পরিচালনা করেন, শায়েস্তাগঞ্জ পিপলসমেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল আনোয়ার টিটু।