আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার শুকদেবপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির তাজুল ইসলাম (১০) নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার কালামন্ডল গ্রামের রিয়াজ মিয়ার পুত্র। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৪ফুট। মূখ মন্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার আগে তার পরনে ছিল সবুজ রংয়ের শার্ট ও খয়েরি রংয়ের প্যান্ট।
তাজুলের মা রাবিয়া খাতুন জানান, ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় তাজুল স্কুলে না গিয়ে বাড়িতে দুষ্টামী করছিল। তাকে তিনি স্কুলে যাওয়ার জন্য তাগিদ করলে সে তার সামন থেকে সরে যায়। এরপর থেকে অদ্যবদি পর্যন্ত আর বাড়ি ফিরেনি। তিনি তার সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নিয়ে কোথাও তার সন্ধান না পেয়ে চুনারুঘাট থানায় জিডি এন্ট্রি করেছেন। যার নং ১৩৫৬/১৮। জিডির সঙ্গে সঙ্গে সারাদেশে বেতার বার্তা পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা।
তাজুলের ব্যাপারে শুকদেবপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আরজু জানান, সে বিদ্যালয়ের সবচেয়ে অনিয়মিত ছাত্র। সর্বশেষ ২৯ জানুয়ারি সে বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল।
এদিকে তাজুল নিখোঁজ হওয়ার পর থেকে তারা পরিবারে শোকের ছায়া নেমেছে। দানা-পানি ছেড়ে পাগলীনি প্রায় তার মা রাবিয়া। রাবিয়ার ভয়, তার ছেলেকে কোনো সন্ত্রাসী চক্র পেয়ে বসে কি না?