খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি এবং চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। জানাযা নামাজে প্রায় অর্ধ লাখ মানুষ অংশ গ্রহণ করেন।
জানা যায় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, শ্রম ও আপিলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাই, সাবেক এমপি আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর কাদির লস্কর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জে এডিশনাল এএসপি আসম শামছুর রহমান ভূইয়া, চুনারুঘাট মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি রাজু আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, আওয়ামীলীগ নেতা নিজামুল হক রানা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, সেক্রেটারী আবুল খায়ের, চুনারুঘাট ব্যকস সেক্রেটারী ছিদ্দিকুর রহমান মাসুদ, যুবলীগ নেতা এড আঃ শহিদ, উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সেক্রেটারী মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক সামসুল হক তালুকদারসহ প্রায় অর্ধ লাখ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার পৌর শহরের বাল্লা রোডে আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৫) দুর্বৃত্তের হামলায় নিহত হন। তিনি পৌর শহরের চন্দনা গ্রামের বাল্লা রোডের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার ভোরে সাড়ে ৫টার দিকে তিনি তার নিজের তৈরী আল মদিনা মসজিদে ফজরের নামাজ আদায় করতে বাসা থেকে বের হন। মসজিদের কিছু দুরে বাল্লা রোডের কামারপট্টির কাছে পূর্ব থেকে পরিকল্পিতভাবে উৎপেত থাকা একদল দুর্বৃত্তা তাকে একা পেয়ে দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাভাবে কুপিয়ে গুরুতর জখম করে বাল্লা রোডে একটি রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় এক মুসল্লী ফজরের নামাজ শেষে আসার সময় তার ব্যবহৃত টুপি ও তার মোবাইল দেখতে পেয়ে তিনি এটি নিয়ে চিৎকার শুরু করে। তখন মুসল্লীরা দ্রুত নামাজ শেষ করে এসে রাস্তার পাশে একটি গলীতে তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যায়। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৬৫) বছর।
এ হত্যাকান্ডে বিষয়ে চুনারুঘাট মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি রাজু আহমেদ বলেন-হত্যার রহস্য খুবই শীঘ্রই উৎঘাটন করা হবে। পুলিশ ইতিমধ্যে হত্যা সাথে জড়িতদের চিহ্নত করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।