চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের প্রাচীন বটতলা গুপ্ত বৃন্দাবন ব্রজানন্দ ধাম মন্দিরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ২ ফেব্রয়ারী মধ্যরাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মন্দির কর্তৃপক্ষের দাবি শুক্রবার রাতের এই চুরির ঘটনায় প্রনামী বাক্স ভেঙ্গে ৭হাজার টাকা, কাসের একটি বড় ঘন্টা ও দেবতার কাপড় নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সুত্রে জানাযায়, ব্রজানন্দ ধাম মন্দিরে প্রতিদিন প্রচুর জনসমাগম হয়।
এখানে পুজো দিতে সন্ধ্যার পর অনেকেই আসেন। এর আগেও এই প্রাচীন ব্রজানন্দ ধাম মন্দিরে চুরির ঘটনা আরও একবার ঘটেছে। চুরির ঘটনা চুনারুঘাট থানা পুলিশকে জানালে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই অলক ঘটনা স্থলে যায়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চুরির ঘটনার তদন্ত চলছে।
খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে ।