মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : বাহুবলে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নতুন বাজারে সোহান সুপার মার্কেটের সংহিতা ফামের্সীর মালিক নিতাই পাল সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা শুক্রবার রাত সাড়ে ১১টার দৈনন্দিন বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২ টার দিকে বাজারের পাহারাদার ফয়সাল মিয়া মার্কেটের ভিতর থেকে ধোঁয়া বাহির হতে দেখতে পেয়ে ব্যবসায়ীদের মোবাইল ফোনে খবর দেন। সাথে সাথে তিনি আগুন আগুন বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামাল উদ্দিন শাহীন এর নেতৃত্বে একদল দমকল বাহিনী ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে সংহিতা ফার্মেসী ও সৌরভ স্টোর নামের মুদি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামাল উদ্দিন শাহীন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দুইটি ইউনিট কাজ করেছে। তিনি আরও জানান, অল্পের জন্য মার্কেটের অন্যান্য দোকানপাট গুলো ভয়াবহতার হাত থেকে রক্ষা পেয়েছে।