স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। গুণগত শিক্ষা নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোন মানুষকে নিরক্ষর রাখবেন না।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের দি রোজেস শিশু-কিশোর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, একজন মায়েই পারেন, তার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে। প্রত্যেক শিশুর মা তার শিশুর জন্য দুপুরের খাবার ও সুন্দর পোষাক পড়িয়ে বিদ্যালয়ে পাঠাবেন। এতে করে শিশুরা মানসিকভাবে শিক্ষার প্রতি মনোযোগি হবে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ত্রুটি নেই। শিশু-কিশোরদের মেধাবী করে গড়ে তুলতে তবে অভিভাবকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় তিনি দি রোজেস শিশু কিশোর বিদ্যালয়ে আরো উন্নয়ন কাজের আশ^াস প্রদান করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আলেয়া জাহির ও হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগম, সাবেক পৌর কমিশনার মিজানুর রহমান মিজান, শিশুরোগ চিকিৎসক ডাঃ মোঃ জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শেখ সেবুল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ।