স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম রহমান (৩৮)কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত অলিউর রহমানের পুত্র।
গতকাল মাধবপুর উপজেলার বুল্লা বাজারে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, শামীম মিয়ার সাথে একই এলাকার মিজান মিয়া ও রফিক মিয়ার সাথে দীর্ঘদিন যাবত নির্বাচনী বিরোধ চলে আসছে। এছাড়াও মিজান ও রফিকের নানান অনিয়ম ও দূর্নীতির কথা এলাকায় বলায় শামীমের উপর ক্ষিপ্ত রয়েছে তারা। এরই জেরধরে উল্লেখিত সময়ে মিজান ও রফিকসহ তাদের লোকজন বুল্লা বাজারে তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এসময় গুরুতর আহত হয় শামীম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাউছার আলম জানান, ঘটনাটি শুনতে পেরেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।