নিজস্ব প্রতিনিধি : মাধবপুরে ১৯০ পিস ইয়াবাসহ আবুল হোসেন মধু (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য জানান। এর আগে সকালে তাকে আটক করা হয়। মধু উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা।
ওসি শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মধুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।