নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেল গেইট থেকে জালাল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১০ মার্চ)বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহ-কারীপরিচালক তানভীর হোসেন খান ও উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে ১৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে চুনারুঘাট উপজেলার নয়ানি গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র।
এ সময় তার দেহ তল্লাশী করে শার্টের পকেট থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।