চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপি হলরুমে গত বৃহস্পতিবার সন্ধা ৭ ঘটিকায় আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারী ও আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের সক্রীয় কর্মী মো: ওয়াহিদুল ইসলামের ২৪তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমুরোড বাজার সভাপতি মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, কাচুয়া বহুমূকী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, বাজার সাধারন সম্পাদক মিজানুর রহমান, মস্তুফা মসতু, মাসুক ভূইঁয়া, প্রবাসী নুহুমিয়া, আশার কর্মকর্তা কামরুল হাসন শামীম আজাদ, মাষ্টার আ: কুদ্দুস, জহিরুল ইসলাম, বাজার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, আকরাম এমরান, কবি মহিবুর রহমান জিতু, টিপুসুলতান, লোকমান, বেলাল আহমেদ, রুয়েল আহমেদ, রাব্বী আহমেদ, সাংবাদিক এম এস জিলানী আখনজী, আহম্মদাবাদ মানব কল্যাণ
সংঘ, সচেতন নাগরিক সমাজ ও খোয়াই সাহিত্য সংসদের সদস্যবৃন্দ। উৎসব মূখর পরিবেশে কেক কাটার পর ওয়াহিদুল ইসলাম উপস্থিত সকলকে কেক খাইয়ে দেন। আলোচনা পর্বে বক্তারা ওয়াহিদুল ইসলামের দীর্ঘায়ুকামনা করে তার কর্মময় জীবনের ভূয়ষী প্রশংসা করেন।