বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ঐতিহ্যবাহী দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন টানা তিন বারের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি।
গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অলিউর রহমান অলি ছাড়া সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান তাকে নির্বাচিত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক প্রতিনিধি অলিউর রহমান অলি, মোঃ কবির আহমদ, আব্দুল কাইয়ুম, শিক্ষক প্রতিনিধি আবুল ফজল, উম্মুল খায়ের সুফিয়া খাতুন, মোঃ তাজ উদ্দিন, ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।
উল্লেখ্য, গত ০৫ মার্চ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে অলিউর রহমান অলি ইমাম উদ্দিন সরকার মাওলানা কবির আহমদ ও মোঃ আব্দুল কাইয়ুম অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।