নবীগঞ্জ প্রতিনিধি : সরকারী কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবীতে কেন্দ্রীয় কর্মসুচী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে যোগ দিতে নবীগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিন ধরে অবস্থান করার কারনে পৌরসভার নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এতে নাগরিকরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিকদের নিত্য প্রয়োজনীয় নাগরিক সনদ, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকগণ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এছাড়া পরিচ্ছন্ন কর্মীরা কাজ না করায় শহরে ময়লা আর্বজনার স্তুপ জমে র্দুগন্ধের সৃষ্টি হয়েছে।
রাতের বেলায় সড়ক বাতি বন্ধ থাকায় ভূতুরে অবস্থা বিরাজ করছে। অপর দিকে পৌরসভার অধিনের বিভিন্ন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আর্বজনা জনসাধারনের চলাচলের রাস্তায় স্তুপ থাকায় দুর্ঘন্ধ ছড়িয়ে পড়েছে। গত শনিবার থেকে সোমবার রির্পোট লেখা পর্যন্ত টানা তিন দিন ধরে নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর ডাকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দিলে সারা দেশের ন্যায় নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও যোগ দেন।
সেখানে রয়েছেন নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপ সহকারী প্রকৌশলী শহীদুল হক, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, পৌর সচিব আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদানকারী এলেমান চৌধুরী, জুয়েল চৌধুরী, নিকুঞ্জ দাশ ও আল আমীন প্রমূখ।