মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে পানিতে ডুবে মোজাক্কির হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আঙ্গুর উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে মোজাক্কির বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় সকলের অগোচরে বাড়ীর পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। অনকে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে ইনাতগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাক্কিরকে মৃত ঘোষণা করেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।