শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহি শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনিবার্য কারণ বশতঃ ২৪ মার্চের পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
বুধবার দুপুরে উৎসব কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব অশোক মাধব রায় এ তথ্য নিশ্চিত করেন।
শতবর্ষ পূর্তি উৎসব উদযাপনের রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক আ. স.ম আফজল আলী দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, ইতোমধ্যে শতবর্ষ পূর্তি উৎসবের সকল আয়োজন শেষ পর্যায়ে, তবে অনিবার্য কারণ বশতঃ তারিখ পরির্বতন করা হয়েছে।