রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ এক ঝাঁক তরুন-তরুনী আর গৃহিনীদের দৃপ্ত শপথ নিয়ে গড়ে উঠা জননন্দিত সামাজিক সংগঠন ‘মাদক বিরোধী শক্তি’ ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী হবিগঞ্জে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের সুরবিতান ললিতকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা পর্বের আয়োজন করে সংশ্লিষ্ট সংগঠন।
কেন্দ্রীয় মাদক বিরোধী শক্তি’র যুগ্ম সাধারন সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব চৌধুরী জান্নাত রাখীর সভাপতিত্বে এবং মোঃ মোছাব্বির চৌধুরী রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃত গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সরক্ষা কমিটির মেম্বার ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রবাসী এম এ মুমিন চৌধুরী বুলবুল, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বার্ডস কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের প্রিন্সিপাল নুর উদ্দিন জাহাঙ্গীর, রাজনৈতিক ব্যক্তিত্ব মশিউর রহমান শামীম, প্রশান্ত কুমার,বাপা নেতা তোফাজ্জুল সোহেল ও প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন প্রমুখ ব্যক্তিবর্গ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন,জেলার চুনারুঘাট,মাধবপুর ও বাহুবল থেকে আগত সংশ্লিস্ট সংগঠনের নের্তৃবৃন্দ। সভায় মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর আস্থা না রেখে বরং ৭১’এর চেতনায় রাজাকারের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, তেমনি এ দেশ থেকে মাদক নির্মূলেও একই চেতনায় এ প্রজন্মের তরুন-তরুনীদেরকে অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হবার আহবান জানানো হয়। শেষে ব্যাপক আনন্দ-উল্লাসে বিশাল এক কেক কেটে ও অতিথিদের মুখে তা তুলে দিয়ে সংশ্লিস্ট সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।