চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পৃথক অভিযানে ৬ মাসের সাজা সহ ২ পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই মুখলেছুর রহমান ও এ.এস.আই সামছুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান বস্তি এলাকার মৃত বির্ষা কর্মকার ওরফে লেংডু’র পুত্র বিষ্ণু কর্মকার (৩২) কে চা বাগান এলাকা থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায় বিষ্ণু কর্মকারের বিরুদ্ধে সি.আর ১১১/০৩ মামলায় ০৬ মাসের সাজা, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আসামী ছিল। সে গত ১৫ বছর যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই গৌরাঙ্গ কুমার বসুর নেতৃত্বে এ.এস.আই সুরঞ্জিত দে সহ একদল পুলিশ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে পৃথক বিশেষ অভিযান চালিয়ে আঃ কাইয়ুমের পুত্র জুয়েল মিয়া (২৫) কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, জুয়েল মিয়া জি.আর ২৩৯/১৪ মামলায় ৩ বছরের সাজা ও ৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত ছিল। সে দীর্ঘদিন যাবত আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।