বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের একটি বাড়িতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফদ্রখলা (ফরিদপুর) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা (ফরিদপুর) গ্রামের মৃত আকবর আলীর ছেলে সিরাজ মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট শার্কিটে তার পুরো ঘর পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা ফ্রিজ টিভি সহ ঘরের আসবাব পত্র পুড়ে যায়।
ঘরটি থালা বন্ধ থাকায় প্রথম দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হতে পারেননি পাশ্ববর্তি লোকজন। আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে সবার নজরে আসে। এরই মধ্যে পুরো ঘরের মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ ঘটনায় সিরাজ মিয়ার প্রায় ৩ লক্ষাধিক টাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ইউপি মেম্বার মাসুদ রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।