প্রেস বিজ্ঞপ্তি : সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে হবিগঞ্জ আওয়ামী যুবলীগ।
জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজ, সোহেল আফজাল, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ্ আলম সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, নিজাম উদ্দিন শরিফ জনি, সবুজ আহমেদ, সোহেল রানা, জাহির মিয়া, আমীর খান, সুমন মিয়া, সেলিম আহমেদ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, ইকবাল হোসেন খান, মোঃ জামাল মিয়া, রাহুল দাস, জসিম উদ্দিনসহ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।