চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা মেম্বার সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে মেম্বার সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও প্রকাশক সফিকুল ইসলাম লুতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবেদা খাতুন, দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালিম, ১০নং মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, মেম্বার সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ চান্দ আলী মেম্বার, চুনারুঘাট উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল জামান (শামছু), চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী মোঃ রেজাইল করিম মাসুদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী আমজাদ, সাধারণ সম্পাদিক সাংবাদিক ফারুক মিয়া, জিলানী আখনজী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংবাদিক কাজল। সভার শুরুতেই শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- আব্দুল হামিদ মেম্বার, ভিংরাজ মিয়া মেম্বার, মিজানুর রহমান মেম্বার, তাজুল ইসলাম মেম্বার, শেফাজ মেম্বার, আছমা খাতুন মেম্বার, আব্দুল শহীদ মুন্সী, কাজল মিয়া মেম্বার, আঙ্গুরা খাতুন মেম্বার, মিনারা খাতুন মেম্বার সহ মেম্বার সমিতির ১২০ জন সদস্যগণ এতে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি সফিকুল ইসলাম লুতু চুনারুঘাট উপজেলা মেম্বার সমিতির উন্নয়নে অনুদান হিসেবে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন। সভায় বক্তারা, শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে চুনারুঘাট পৌরশহরে এক র্যালী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।