চুনারুঘাট(হবিগঞ্জ)হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট লস্করপুর চা – বাগানের দূর্গা মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞানুষ্টান উপলক্ষে ক্ষুদ্র নিগোষ্ঠি চা – শ্রমিকদের জীবন যাপন নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আজ ভোরে এ নামযজ্ঞ সমাপন হয়।
ঢাকা গুলশানের আলোকচিত্র প্রদর্শনী ফটোগ্রাফার ফায়হাম ইবনে শরীফ এর উদ্যোগে ওই চা – বাগান এলাকার বিরেন কালেন্দী, গৌরা মুন্ডা, রঞ্জু কালেন্দী, কানু নায়েক, সমীর পাইনকা, পিন্টু কালেন্দী সহ কয়েকজন তরুণ চা শ্রমিকেরা আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছেন। আলোকচিত্রে চা – শ্রমিকদের সাপ্তাহিক বেতন ভাতা, পানির সমস্যা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, জীবন যাপন সহ নানান সমস্যা নিয়ে এখানে তুলে ধরা হয়েছে।