নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: জামাইয়ের লাশ দেখে শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৮ মার্চ) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাজনগর এলাকার মর্তুজ আলী (৬০) শুক্রবার সকালে অসুস্থ হয়ে পরলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান।
সকাল ১১টার দিকে তার লাশ সিলেট থেকে বাড়িতে নিয়ে এলে জামাইয়ের লাশ দেখেই শাশুড়ি জবেদা খাতুন স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।