স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, একজন মায়ের কাছে সবচেয়ে আপনজন তার সন্তান। কারণ ৯ মাস অতি কষ্টে পেটে ধারণ করার পর সন্তান জন্ম দেন মা। তেমনিভাবে আওয়ামী লীগের নেতৃতে ৯ মাস যুদ্ধ করে¡ দেশ স্বাধীন হয়েছিল। তাই বাংলাদেশকে সন্তানের মতো ভালবাসে আওয়ামী লীগ। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, তেমনিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিরাপদে থাকে বাংলাদেশ। অপরদিকে বিএনপি ক্ষমতায় থাকলে দেশে লুটপাটের রাজত্ব কায়েম হয়।
গতকাল দুপুরে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার সানাই কমিউনিটি সেন্টারে প্রাক্তণ সৈনিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, সৈনিকরা যখন অবসরে যায় তখন যদি একটু চলাফেরা এবং মেলামেশার সুযোগ না পায় তাহলে তারা কর্মদক্ষতা হারিয়ে ফেলে। তাই সৈনিক সংস্থা যাতে নিজস্ব একটি কার্যালয় করতে পারে তার জন্য সব ধরণের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন তিনি।
তিনি আগামী নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করলে প্রাক্তণ সৈনিক এবং তাদের পরিবারের লোকজন হাত তুলে তাকে সমর্থন জানান। প্রাক্তণ সৈনিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) শাহ্ কিম্মত আলীর সভাপতিত্বে এবং সার্জেন্ট (অবঃ) হাজী খায়রুল আলম চৌধুরী মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম ফারুক, উপদেষ্টা এডভোকেট সামছুল হক, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ ও মুক্তিযোদ্ধা আব্দুল আলী।
প্রাক্তণ সৈনিক সংস্থার সাধারণ সভা উপলক্ষে সকলের পরিবারের সদস্যরা অংশ নেন। এতে সভাটি পারিবারিক পুনর্মিলনীতে রূপ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠে হয়ে অনুষ্ঠানটি। সংসদ সদস্যের উপস্থিতিতে তাদের আয়োজন স্বার্থক হয়েছে বলে সকলেই মন্তব্য করেন। পরে পরে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।