স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামের দীর্ঘ ৭ বছরের বিরোধ নিষ্পত্তি হওয়ায় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার সন্ধ্যায় গোবিন্দপুরের আমেরিকা প্রবাসী শাহীন আহমেদের নেতৃত্বে তারা সংসদ সদস্যের বাসভবনে এসে এই শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবেন বলে ওয়াদাবদ্ধ হন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী হাজী সফর আলী, মফিজুর রহমান বাচ্চু, মোঃ শিবলু মিয়া, মোঃ টেনু মিয়া, মোঃ তিতন মিয়া, মোঃ আব্দুল মতিন, মোঃ কদ্দুছ মিয়া, উত্তম রায়, তাজুল ইসলাম, নুরুল হকসহ আউড়া গ্রামসহ বিভিন্ন এলাকার মুরুব্বীয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৭ বছর ধরে আউড়া গ্রামের দু’টি গ্র“পের মাঝে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষে একজন নিহত হলে দীর্ঘদিন ধরে উভয়পক্ষে মামলা-পাল্টা মামলাও চলে আসাছিল।
সম্প্রতি এলাকার এই বিরোধটি নিরসনের উদ্যোগ নিতে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রবাসী শাহীন আহমেদকে নির্দেশ দেন। তারই মধ্যস্থতায় এ সময় উভয় গ্র“পের লোকজন সংসদ সদস্যের বাস ভবনে এসে সংক্ষিপ্ত সালিশে বসলে এই বিরোধ নিষ্পত্তি হয়। পরে দু’পক্ষের লোকজন এমপি আবু জাহিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সকলে মিলে মিষ্টিমুখ করা হয়।