আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার আমুরোড হাইস্কুল এন্ড কলেজে মহা ধুমধামের সাথে পিঠা উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ সকাল ১০টায় দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
উক্ত প্রতিষ্ঠানে প্রথম বারের অনুষ্ঠেয় এ উৎসবকে ঘিরে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও দর্শনার্থীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ।
এ উৎসবে দেশীয় রকমারি পিঠার ১২টি স্টল স্থাপিত হয়। বিকাল পাঁচটায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরন করেন চেয়ারম্যান সনজু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ আলা উদ্দিন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, শামসুল আলম ফুল, ইঞ্জিনিয়ার আবুল কালাম শামসুদ্দীন, শিক্ষক এম জাকারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ।
এতে প্রথম স্থান অধিকার করে রাতুলের বঙ্গবন্ধু পিঠাঘর। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে লিমা ও স্কাউটস এর স্টল।
তাছাড়া অংশ গ্রহনকারী প্রতিটি পিঠার স্টলকেই স্বান্তনা পুরষ্কার দেওয়া হয়।