স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর সভার পূর্বলেঞ্জাপাড়া গীতা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী গীতাযজ্ঞ ও ধর্মসভা উৎসব পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি এই উৎসব পরিদর্শনে যান। পরে উৎসব কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করেন এমপি আবু জাহির।
এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাদের কারণে বিশ্ববাসী বাংলাদেশকে একটি জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিচিতি চিহ্নিত করে। কিন্তু দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকার গঠন করার পর জঙ্গিবাদ নির্মুলে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আওয়ামী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম অত্যন্ত নিরাপত্ত্বার মধ্য দিয়ে পালন করতে পারছেন। আর এ কারণেই জনগণ দুইবার আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। বর্তমান সরকারের আমলে দেশের ঘটে যাওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আওয়ামী লীগ সরকারকে আগামী নির্বাচনেও ভোট দেয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং স্থানীয় লোকজন হাত তুলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা গৌরপ্রসাদ রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, অসিত রঞ্জন দাশ মন্টু, শংকর রায়, কাউন্সিলর মোহাম্মদ আলী, সেন্টু রায়, পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা এবাদুল হক শাহীন প্রমুখ।