বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যটি উদযাপনের লক্ষ্যে বাহুবলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি বাহুবল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে সেমিনারে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভুইয়া, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, ডিএনআইর সহকারি শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।