ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে প্রতিপক্ষের হামলায় বাদল কর (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) সকাল ৯টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাদল কর চাকলাপুঞ্জি চা বাগান এলাকার মৃত সুভাষ করের ছেলে। জানা ডায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে চা বাগানের টিলার উপর একই এলাকার দীপক করের সাথে বাদল করের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের বাঁশের আঘাতে গুরুতর আহত হন বাদল কর।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায় তার মৃত্যু হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।