চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টার দিকে চুনারুঘাট মধ্য বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানবন্ধন গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম (বদরুল) এর সভাপতিত্বে ও জোয়ারমাগুরুন্ডা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খাঁনের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন- পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুরত আলী, কাচুয়া স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, নরপতি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার, বদরগাজী স্কুলের হাফিজুর রহমান, ছয়শ্রী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দক্ষিণ কালিশিরী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমার, জারুলিয়া স্কুলের শিক্ষক বিল্লাল মিয়া, সহকারী শিক্ষক খাইরুন নাহার খানম, কাপুড়িয়া স্কুলের আছমা খানম, সহকারী শিক্ষক আমির হোসেন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা বলেন- আজ ২৪ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ প্রশাসন শহিদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি। তারা শহিদ আকল মিয়ার খুনিদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।