বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ৩ দিন ব্যাপি বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটিকে পালনের উদ্যোগ নিয়েছে।
শনিবার প্রথম দিনের দিন ব্যাপি আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সুজন আহমেদ প্রথম স্থান অধিকার করে। সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সুধীজনের মধ্যকার ভলিবল খেলায় সুধীজন ২-০তে বিজয়ী হয়। দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও সুধীজনের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচে সুধীজন দল ৭ উইকেটে বিজয়ী হয়। বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও সর্বসাধারণের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটিতে উপজেলা প্রশাসন ১-০তে বিজয়ী হয়।
এছাড়াও দুপুরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন ও বিকালে মহিলাদের অংশগ্রহণে পিলো পাসিং এবং অন্ধদের হাড়ী ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।