এস এম আমীর হামজা,(নবীগঞ্জ থেকে): ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নবীগঞ্জ স্মৃতিসৌধে রাত ১২ টা ১ মিনিটে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবদল এর সাবেক সভাপতি ও বিএনপি নেতা মজিদুল করিম মজিদ,বিএনপি নেতা আলাউর রহমান, পৌর বিএনপি নেতা কদ্দুস মিয়া পৌর ছাএদলের সাবেক সভাপতি মোশাহিদুল আলম মুরাদ,যুবদল নেতা মির জাহান মিয়া,পৌর ছাএদলের সিনিঃযুগ্ন আহব্বায়ক ও উপজেলা ছাএদল নেতা জহিরুল ইসলাম সুহেল,জুনেদ মিয়া এস এম আলা আমিন,কুতুব উদ্দিন আহমেদ মাখন, আল আমিন আহমেদ চৌধুরী, ফরহাদ আহমেদ, কপিল আহমেদ হুমায়ুন মিয়া, জুলন উল্লাহ, সুহেদ মিয়া,সাইফুর রহমান বাবু, হুমায়ুন আহমেদ, সরোয়ার আহমেদ জেসন,ফরহাদ হাসান বাবু,এস ডি পলাশ,সুমন মিয়া আহমেদ ও এস এম আমীর হামজা প্রমূখ।