সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলেক্ষ শহীদ মিনারে সকল শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বিদ্যলয়ের এস এম সি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২৬ মার্চ) সকাল ৭টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের ক্যাম্পাসে হাজারো ছাত্রী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দদের নিয়ে এক বিশাল র্যালি করে এসে বিদ্যালয় শহীদ মিনারে পৃথক পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। পরে শিক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পালন করা হয়।
পরে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে। ফলে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুর রাজ্জাক, শিউলী বেগম, শিক্ষক আলী হায়দার সেলিম, সাজ্জাত মিয়া সাজু, মীর ইখলাছুর রহমান, সজল বরণ ব্রক্ষচারী, শাহরিয়া চৌধুরী ডালিম, আরিফুল ইসলাম, আজিজুর রহমান, কামরুজ্জামান ফয়সল, লিটন পাল, মোঃ সোয়েব মিয়া, শিক্ষিকা হালিমা খাতুন, দেব যানী ধর বর্ষা, জারিন তাসলিম পপি, শামীমা আক্তার, শেফা আক্তার, শেখ তাছলীমা আক্তার, কুলশুমা জান্নাত, আফসানা খানম, বদরুন্নেছা, মমতাজ বেগম, অঞ্জনা রানী দত্ত প্রমূখ।