ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইয়ুথ সোসাইটি অব দিনারপুরের উদ্যোগে ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীদের রক্ত নির্ণয় করা হয়।
এতে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সফিউল আলম বজলু,আব্দুল মান্নান,আনিছ আলী উক্ত বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দসহ সাংবাদিক এম.এ মুহিত,ইয়ুথ সোসাইটি অব দিনারপুরের প্রতিষ্ঠাতা সভাপতি গালিব বিন ইমদাদ, উপদেষ্ঠা লুৎফুর রহমান,সহ-সভাপতি জুবেল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,শাহ জুবায়ের আহমেদ, ইয়ামিন আহমেদ, কাওছার আহমেদ, রায়হান আহমেদ, উজ্জ্বল আহমেদ, নজরুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য,জাহেদ আহমেদ, রাহাত কাদেরীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।