সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ের ৪ হাজার ৬০৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য দিয়েছেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব অশোক মাধব রায়।

আহ্বায়ক বলেন, আগামী ৩১ মার্চ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

তিনি বলেন, এ বিদ্যালয়ের ৮০টি ব্যাচ থেকে সর্বমোট ৪ হাজার ৬০৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনভূক্ত হয়েছেন। এছাড়াও রেজিস্ট্রেশনভূক্তদের সন্তান, স্বামী-স্ত্রী গাড়ী চালকসহ মোট অংশগ্রহণকারী ৫ হাজার ৩৮৮ জন। থাকবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

তিনি বলেন, উৎসবটিকে সফল করতে দিন-রাত কাজ করেছেন কমিটির লোকজন, যার ফলে আজকের উৎসব। আমি মনেকরি শতবর্ষ উৎসব থেকে সারাবিশ্বে শায়েস্তাগঞ্জবাসীর ইমেজ তুলে ধরা হবে।

আহবায়ক উৎসবের ভুলত্রুটি আগেই স্বীকার করে বলেন, যেহেতু আয়োজন বৃহৎ ভুলক্রটি হওয়াই স্বাভাবিক, তবে সকলে মিলে চেষ্টা করেছি ভালটাই দেয়ার জন্য।

উৎসবের প্রজেটিভ দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। সকলের সহযোগিতায় উৎসবটি মাইল ফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক।

তিনি বলেন, এ বিদ্যালয়ের জমিদাতা, কৃতিমান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে ১১ জনকে দেয়া হবে ‘শতবর্ষ স্মারক সম্মাননা’।

তন্মধ্যে বিদ্যালয়ের জমিদাতা সতীশ চন্দ্র, বিদ্যালয়ের মেধা ছাত্র (সাবেক) বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি সৈয়দ এবিএম মাহমুদ হোসেন, সাবেক ছাত্র প্রধান বিচারপতি (অব:) সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ, প্রয়াত প্রতিষ্ঠকালিন প্রধান শিক্ষক মহেশ চক্রবর্তী, প্রয়াত প্রধান শিক্ষক আব্দুন নুর চৌধুরী, সাবেক মেধাবি ছাত্র বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ড. দেওয়ান এস এ মজিদ, সাবেক মেধাবি ছাত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সসলার ড. সালাউদ্দিন, সাবেক মেধাবি ছাত্র নৌপরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব অশোক মাধব রায় ও ১৯৬৭ সালের এসএসসি পরীক্ষায় বোর্ডে স্ট্যান্ডকৃত শিক্ষার্থী মিজানুর রহমান, আবিদুর রহমানকে সংবর্ধনা দেয়া হবে।

উৎসবের আহ্বায়ক বলেন, এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এমন ২০ জনকে দেয়া হবে সংবর্ধনা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, শতবর্ষ পূর্তি উৎসব কমিটির উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম হারুন, আব্দুল্লাহ সরদার, রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, প্রচার কমিটির আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, সাংস্কৃতিক কর্মীর আহ্বায়ক বাবুল মল্লিক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক নাছরিন হক ও হারুন সাঁই প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!