চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র মোঃ কাউছার আহমেদ (২২) চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সুমনুর রহমানের নেতৃত্বে এস.আই রিপন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গাতাবলা বাজারের ওয়ার্কশপের ভিতর থেকে কাউছার আহমেদকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, কাউছার আহমেদের বিরুদ্ধে দায়রা ৭৯১/১৬, সি.আর ৫৯/১৬ মামলায় ০১ বছরের সাজা ও চেকের সমপরিমাণ অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামী ছিল। সে গত ০২ বছর যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে বিকেলের দিকে আসামী কাউছারকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে থানা পুলিশ। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান আসামী গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।