স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বর্তমান সরকার। জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবাল কল্যাণ কেন্দ্র স্থাপন করায় গ্রামাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে।
গতকাল সোমবার সকালে শহরতলীর বহুলায় এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হবিগঞ্জ জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথিল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করতে পারেনি। তিনি আরো বলেন, হবিগঞ্জে আড়াইশ’ শয্যার হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে এ জেলার স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। কিছুদিন পর থেকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জবাসীকে আর ঢাকা-সিলেটে যেতে হবে না। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার আহবান জানান এমপি আবু জাহির।
সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সত্যজিত কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন।