এনামুল হক সায়েম/সজিব ইসলাম, হবিগঞ্জ: শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু মুসা স্বপন (২৫) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
নিহতের বড় ভাই সুজন মিয়া বাদি হয়ে সদর থানায় এ মামলা করেন।
মামলার আসামীরা হল বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র সরকারি বৃন্দাবন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র সাইদুর (২৩) ও দক্ষিণ সাঙ্গর গ্রামের বদিউল আলমের পুত্র ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র আজহারুল মমিন (২২) সহ অজ্ঞাত ৩/৪ জন।
এর মধ্যে আটক ২ জন মমিন ও সাইদুর কে রবিবার কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ সকালে ওই স্কুল থেকে রক্তমাখা নগ্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহত স্বপন সদর উপজেলার মশাজান গ্রামের তোরাব আলীর পুত্র। সে সরকারি বৃন্দাবন কলেজের মাষ্টার্স প্রথম পর্বের ছাত্র। সে ওই স্কুলের সহকারি শিক্ষক ছিল।
অনুসন্ধানে জানা যায়, তার কাছে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা কোচিং করতো। তবে চকলেট কালারের বোরকা পরিহিত এক যুবতী তার নিকট আসা যাওয়া করতো বলে স্থানীয়রা জানান। কে সেই রহস্যময়ী যুবতী। তবে পুলিশ বলছে এখনো খুনের রহস্য উদঘাটন করা যায়নি। তবে অচিরেই রহস্য উন্মোচিত হবে। প্রেম সংক্রান্ত ঘটনাকে সামনে রেখে তদন্তে এগিয়ে যাচ্ছে পুলিশ।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম জানান, কল লিষ্ট চেক করে উল্লেখিত দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো রহস্য উদঘাটন সম্ভব হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।