বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা; সবার জন্য সর্বত্র” এ স্লোগানটিকে সামনে রেখে স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাসের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) উস্তার মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারি হরিপদ বসু, বিশ্বজিৎ দাস, মোঃ মানিক মিয়া, অমিয় আচার্য্য প্রমুখ।