নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিষপানে আত্মহত্যা করেছেন মনতর আলী (৪৭) নামের এক কৃষক।
মুমূর্ষু অবস্থায় শনিবার (৭ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ পুলিশ পরিদর্শক মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে উপ পুলিশ পরিদর্শক মনির বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে কৃষক মনতর আলী বিষপান করে ছটফট করতে থাকেন। বিষয়টি পরিবারের সবাই টের পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।