স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রতিটি শিশু-কিশোরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর সঠিক মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরী। তাই বর্তমান সরকার সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করার সুযোগ করে দিয়েছে। এ সরকারের আমলে বাংলাদেশে শিক্ষার হার বাড়ার পাশাপশি বেড়েছে মেধাবী ছাত্রছাত্রীদের সংখ্যা। বাংলাদেশের অনেক সন্তান আজ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে।
এ সময় হবিগঞ্জে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ আত্মপ্রত্যয়ী, বিশ্বে উন্নয়ন বিস্ময়। রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, আমাদের নিরলস প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কোনো অশুভ শক্তিকে এই দেশে বিস্তার লাভ করতে দেওয়া হবে না।
তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়ন, গণতন্ত্র ও দেশবিরোধী অপশক্তির মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি বিশ্বাস করি, এ দেশের শান্তিপ্রিয় জনগণ অতীতের মতো সকল অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে।
তিনি বলেন, মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের আমলে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। সারাদেশে সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, পাতাল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেল, নৌ ও যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়ন ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছি। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানালে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকেরা দলমত নির্বিশেষে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
পরে এমপি আবু জাহির শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উন্মুক্তভাবে প্রশ্ন করলে তারা স্বতস্ফুর্তভাবে উত্তর দেয়। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ ইমরান হোসেনসহ ম্যানেজিং কমিটির সকল সস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ ও স্থানীয় মুরুব্বীয়ানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ এবং সর্বস্তরের জনগণ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোমিন চৌধুরী সাদী।