নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গোয়াছনগর এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তাজুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ এপ্রিল) ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাজুল ইসলাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ইদু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার গোয়াছনগর এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করে এর ভিতর তল্লাশি চালিয়ে ৩৩৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালের একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।