বাহুবল প্রতিনিধি: সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বাহুবলের শিক্ষার্থী মুনশাইবুর রহমান মাহিন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
গণিত ও কম্পিউটার গ্র“পে বিভাগীয় পর্যায়ে সেরা মেধাবী নির্বাচিত হওয়া মুনশাইবুর রহমান মাহিন বাহুবল অনার্স কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার পিতা প্রবাসী আব্দুল আলী সাগর ও মাতা গৃহীনি ফরিদা আক্তার। সে উপজেলার বাহুল সদর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। আগামী ১৯ এপ্রিল সে ওই গ্র“পে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।