এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে নালুয়া চা-বাগানের পূর্বটিলা মন্দিরে কারিতাস সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্পের আয়োজনে ১৮টি সম্প্রদায়কে নিয়ে আদিবাসী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা, নাঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত (১৬ই এপ্রিল) সোমবার রাত্রীতে অনুষ্ঠানের ১ম পর্বের আলোচনা সভার উদ্বোধন করেন হরেন্দ্র হুরাহু। আমুরোড স্কুল এন্ড কলেজের শিক্ষক রামেশ্বর ভূমিজের পরিচালনায় ও ইউপি সদস্য নটবর রুদ্রপালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী হবিগঞ্জ জেলা শাখার সভাপতি স্বপন সাওতাল। বিশেষ অতিথি ছিলেন কারিতাস সক্ষমতা প্রকল্প সিলেট আঞ্চলের উপ-পরিচালক বনিপাস কংলা, শুশিল মির্দা, মতি তাঁতী ও ফারুক আহমেদ প্রমূখ।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন আকাশ মুন্ডা ও জয়দেব ভূমিজ। তয় পর্বের অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলেদেন।