স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে “আমার জেলা আমার অহংকার” প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই পরিচালিত পোর্টাল “কিশোর বাতায়ন”-এ জেলা ব্র্যাণ্ডিং “আমার জেলা আমার অহংকার” বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) ফজলুল জাহিদ পাভেল, সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোঃ সেলিম মিঞা ও ওঈঞ৪ঊ জেলা আ্যাম্বাসেডর ও পুটিজুরী এস.সি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের মোট ১২জন ছাত্রছাত্রীকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কারপ্রাপ্ত প্রত্যেককেই বই এবং ৬ জনকে বিজ্ঞান বাক্স প্রদান করা হয়। ‘ইউটিউব’, ‘উইকি’ এবং ‘গুগুল’ এই তিনটি গ্র“পে বিজয়ী ১২ জন হলো- মোঃ আশরাফুল আলম, পূর্বা দাশ, আশরাফুল আলম, নুসরাত জাহান, সাদিয়া জাহান, মিনারা খাতুন, মোছা: হালিমা আক্তার চাঁদনী, অভিজিৎ পাল, আফসানা মিম তুলি, ফারজানা তালুকদার এমি, সাদিয়া কবির ও নুসরাত জাহান।
সভায় “কিশোর বাতায়ন”-এর চলমান প্রতিযোগিতা “কৈশোরে বঙ্গবন্ধু/ আমার কৈশোর/ আমার স্বাধীনতা” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পংকজ কান্তি গোপ।