চুনারুঘাট প্রতিনিধিঃ ২৯ পিচ ইয়াবা সহ দুই কিশোর ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২: ৩০ মিনিটে চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারের পাহারাদাররা তাদেরকে বাজারে চুপিচুপি ঘোরাফেরা করতে দেখে দাঁড়াতে বললে তারা তাদেরকে দাঁড়াতে বললে ওই তিন জন দৌড়ে পালানোর সময় পাহাদাররা ঘেরাও করে ধরে ফেলে।
এবং তাদের শরীর তল্লাশী করে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট পায়। পরে আমুরোড বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী দুলন পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এস,আই মোখলেছুর রহমান তাদের গ্রেফতার করে থানায় নিয়ে মামলা দিয়ে আদালতে প্রেরন করেন।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বনগাঁও গ্রামের আঃ হাইর পুত্র হিরন মিয়া (২৫), গেরারুক গ্রামের কথিত মাদক ব্যবসায়ী নুহু মিয়ার পুত্র শাকিল মিয়া (১৬) ও একই গ্রামের মানসিক প্রতিবন্দ্বী বাবরু মিয়ার পুত্র হৃদয় মিয়া (১৪)।