এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে দাড়ানো অবস্থায় একটি সিএনজি কে পিছন থেকে কাভার ভ্যান ধাক্কা দিলে এতে ২জন গুরুতর আহত হয়।তাৎক্ষানিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৯টায় নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেটগামী কাভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা সিএনজিকে ধাক্কা দিলে এতে সিএনজি ড্রাইভার ও কাভার ভ্যানের ড্রাইভার গুরুতর আহত হন।শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।