অপু দাশ: শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার হাসপাতাল রোডের পার্শ্ববর্তী তালুগড়াই গ্রামের পুকুরের পানিতে ডুবে সৌরভ (৭) ও অনুফা আক্তার (৮) নামের দুই শিশু নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত বুধবার বিকেল সাড়ে ৩টার সময় সময় দুই শিশু একসাথে খেলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পরে যায়। অনেুক্ষন হয়ে যাওয়ার পর দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে কোন জায়গায় না পেয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তাদের বাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু বলে ঘোষনা দেয়। নিহত শিশু সৌরভ চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের জায়েদ মিয়ার পুত্র ও অনুফা একই উপজেলার উলুকান্দি গ্রামের মৃত সফিক মিয়ার কন্যা।
নিহত দুই শিশুর পরিবার র্দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কের তালুগড়াই গ্রামে আক্তার মিয়ার ভাড়াটে বাসায় বসবাস করত। তাদের কে গতকাল নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।