নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজস্ব চিন্তা থেকে ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকার জনগণের কথা চিন্তা করেন না, তাঁরা চায় দেশটা আবার পাকিস্তান হোক। তাই তাঁরা ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার তা পুনরায় চালু করেছে যা পৃথিবীর বুকে স্বাস্থ্য সেবায় রোল মডেলে পরিণত হয়।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইফতেখার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ইপিআই মেডিকেল টেকনিশিয়ান অজিত কুমার দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. ইমরান চৌধুরী, ডা. জান্নাত আরা চৌধুরী, ডা. ফাতেমা তুজ জোহরা, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দীপংকর চক্রবর্তী, সিএইচসিপি জয়ন্ত চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী মো. হারুনুর রশীদ প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহিম। গীতা পাঠ করেন সিএইচসিপি তৃষ্ণা গোপ।