নিজস্ব প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দের বন্যায় ভাসছেন।
সোমবার (১৬ মার্চ) দিনভর স্কুলের ছাত্র ও অভিভাবকরা হাজির হয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।
রোববার (১৫ মার্চ) প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফলে ১৬টি বৃত্তি লাভের মাধ্যমে প্রতিষ্ঠানটি টানা তৃতীয় বারের মতো উপজেলার শীর্ষ স্থান দখল করে।
এর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলেও ২০টি জিপিএ-৫ সহ শতভাগ সফলতা অর্জনের মাধ্যমে উপজেলা শীর্ষ স্থান লাভ করে।
গত রোববার সারাদেশে প্রাথমিক বৃত্তি’র ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে বাহুবল উপজেলা মোট ২৬টি ট্যালেন্টপুল ও ৩০টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
এর মধ্যে সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল একাই ১৪টি ট্যালেন্টপুল ও ২টি সাধারণ গ্রেডে বৃত্তি দখল করে নেয়।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো- আতাহারুল ইসলাম রাহিম, আশরাফ আলী ইমন, মুহতাসিম শাহরিয়ার, মেহেদী হাসান মিলন, শরিফুল আলম রিয়াদ, আরিফুল ইসলাম রায়হান, নাসিফ আহমেদ জয়, শফিউল আলম অনিক, ফারহানা ফৌজিয়া, সাদিয়া তালুকদার, নিশাত তাবাসসুম নিতু, আলেয়া আলম আখি, তিথি সাহা, নিশাত তাসনিম সাবিহা।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন- মাসুমা আক্তার ও আবুল হাসান মাজেদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম শামছুদ্দিন, কৃতিত্বের ধারা অব্যাহত থাকায় আমি অভিভূত। এ ফলাফলের জন্য আমি ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যক্ষ ও অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।