স্টাফ রিপোর্টার ॥ কেউই পেশাদার ফুটবলার নন। তবে পেশাগতভাবে উচ্চ আসনে আসীন হওয়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত সবাই। একদিনে তারুণ্যদীপ্ত নবীন এবং অন্যদিকে প্রবীনদের ছড়াছড়ি। এমনি দুই সংগঠনের উদ্যমী কিছু খেলোয়ার নেমে গেলেন মাঠে। রিতিমতো উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রীতি ম্যাচ হলেও কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।
মাঠ মাতিয়ে জালাল স্টেডিয়ামে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিলেন তারা। প্রচার প্রাচারণা না থাকলেও বিপুল সংখ্যাক দর্শক খেলাটি উপভোগ করেন। মহিলা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল বিকেলে জালাল স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল খেলায় অংশ নেয় হবিগঞ্জ এ্যামেচার স্পোর্টিং ক্লাব ও তারুণ্য সোসাইটি। খেলায় হবিগঞ্জ এ্যামেচার ক্লাব ৩-১ গোলে জয়লাভ করলেও দর্শকরা প্রাণভরে উপভোগ করেন এই খেলা।
বিকাল ৫টায় খেলা শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহয্গোী অধ্যাপক ড. জহিরুল হক শাকিল ও বাপার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল। অতিথিরা উভয় দলের খেলোয়ারদের ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন ও ফটোসেশনে অংশ নেন। এসময় ড. জহিরুল হক শাকিল বলেন আজ হতে ২/৩ যুগ পূর্বে হবিগঞ্জ শহরের প্রতিটি পাড়া মহল্লায় খেলার মাঠ ছিল। অপরিকল্পিত নগরায়নে এসব খেলার মাঠ আজ আর নেই। যা যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। তারুন্য সোসাইটি ও এ্যামেচার ক্লাবের এধরনের প্রীতি ম্যাচের মাধ্যমের শহরের তুরুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলার যে প্রায়াস নেওয়া হল তা সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য এ্যামেচার স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দেন সরকারি মহিলা কলেজের উপাধক্ষ্য অধ্যাপক মোঃ নাজমুল হক ও তারুন্য সোসাইটির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট সংগঠক মিজানুর রহমান মিজান। খেলা পরিচালনা করেন পেশাদার রেফারী আব্দুল মতিন। খেলা শেষে উভয় দলের খেলোয়ার কর্মকর্তাদের সৌজন্যে এক প্রীতি ভোজের আয়োজন করে তারুন্য সোসাইটি।